প্রান শিকান্দ
জন্মঃ ১২ ফেব্রুয়ারী ১৯২০- ১২ জুলাই ২০১৩
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। দর্শকমহলে তিনি অত্যন্ত জনপ্রিয়।
খানদান, জিদ্দি, বড়ে বেহেন, অপরাধী, শিশমহল, বাহার, আজাদ, কুন্দন, দেবদাস, তুমসা নেহি দেখা, দিল তেরা দিওয়ানা, হাফ টিকিট, রাজকুমার, মেরা সানাম, কাশ্মীর কি কলি, মিলন, সফর, অওরাত, উপকার, গোপী, হামজোলি, গুড্ডি, ববি, পরিচয়, কার্জ, কালিয়া, নাস্তিক ইত্যাদি বহু ছবিতে অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
============================================================================================
গুন্ডাপ্পা বিশ্বনাথ
জন্মঃ ১২ ফেব্রুয়ারী ১৯৪৯
তিনি একজন ভারতীয় টেস্ট ক্রিকেটার। ভারতের মহীশুরের ভদ্রবটীতে তিনি জন্মগ্রহণ করেন।
পুরো নাম গুণ্ডাপা রঙ্গনাথ বিশ্বনাথ। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে সুখ্যাতি অর্জন করেন।
কর্ণাটক, মহীশুর এবং অবশ্যই ভারতীয় দলে খেলেছেন। এছাড়াও,আইসিসি’র ম্যাচ রেফারী হিসেবে ১৫টি টেস্টে বিচারক হিসেবে নিজেকে সংযুক্ত রেখেছিলেন ক্রিকেটপ্রিয় বিশ্বনাথ।এছাড়াও, ৭৮টি একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ রেফারী ছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
============================================================================================
রঙ্গনাথ বিনয় কুমার
জন্ম: ১২ ফেব্রুয়ারি, ১৯৮৪
তিনি একজন ভারতীয় ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে টেস্ট ম্যাচ, একদিনের আন্তর্জাতিক এবং টুয়েন্টি২০ স্তরে খেলছেন। ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে ঘরোয়া ক্রিকেটে নিজ রাজ্যদল কর্ণাটকে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স দলের পক্ষে খেলে থাকেন।
২০০৪-০৫ মৌসুমে কর্ণাটকের হয়ে রঞ্জি ট্রফি প্রতিযোগিতায় বাংলার বিপক্ষে অংশগ্রহণের মাধ্যমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে বিনয়ের। ২০০৭-০৮ মৌসুমে রঞ্জি ট্রফির দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর ভূমিকায় অবতীর্ণ হন ১৮.৫২ রান গড়ে।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment