কৃষি-ঋণ নিয়ে আবারও কেন্দ্রকে বিঁধলেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, গত এক বছরে মোদী সরকার গুটিকয়েক শিল্পপতির ১.৩ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করলেও, কৃষকদের নেওয়া কয়েক হাজার কোটি টাকার ঋণে ছাড় দিতে রাজি নয়। সোমবার কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকের পর রাহুল প্রশ্ন করেন, যখন সরকার শিল্পপতিদের এত ঋণ মকুব করছে, তখন কৃষক-ঋণের ক্ষেত্রে তা কার্যকর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আটকাচ্ছে কোথায়? তাঁর দাবি, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দফতরে গিয়ে এই বিষয়ে কথা বলেছিলেন। কিন্তু, মোদী কোনও উত্তর দেননি।
পাশাপাশি, রাহুল বলেন, এরপর তিনি কর্নাটক ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও অমরিন্দর সিংহকে এই মর্মে অনুরোধ করেন। রাহুলের দাবি, সময় অপচয় না করে এই দুই মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে কৃষক ঋণ মকুব করে দেন। রাহুল বলেন, এটাই কৃষকদের প্রতি কংগ্রেসের দায়বদ্ধতা। কংগ্রেস সভাপতির প্রতিশ্রুতি, কেন্দ্রে ক্ষমতায় এলে, কংগ্রেস কৃষকদের যাবতীয় সমস্যার সমাধান করবে।
মূলত, কর্নাটকের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন রাহুল। এর আগে মোদীর বিরুদ্ধে পিছনের আয়নার দিকে তাকিয়ে গাড়ি চালানোর কটাক্ষ করেছিলেন রাহুল। এবার নয়া বিদ্রুপ রাহুলের। তিনি বলেছেন, অতীতের দিকে চোখ রেখে চলছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সচিন তেন্ডুলকর যদি উইকেটরক্ষকের দিকে তাকিয়ে ব্যাট করতেন, তা হলে কি একটিও রান পেতেন! কংগ্রেসকে বিঁধতে গিয়ে মোদী কিন্তু সেটাই করছেন। বল কোথা থেকে আসছে, কিছুই জানেন না তিনি।
এভাবে দেশ চলতে পারে না বলেও মন্তব্য করেন কংগ্রেস সহ সভাপতি।
Be the first to comment