কৃষ্ণনগর গভ: কলেজ ময়দানে সরকারী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে নদীয়া জেলার জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, একাধিক পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ১২ কিলোমিটার রাস্তার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ছাত্র-ছাত্রীরা আমাদের গর্ব। ওরাই আমাদের আগামী ভবিষ্যৎ। প্রতি বছর ছাত্র-ছাত্রীরা সাইকেল পাবে।
তিনি বাংলার মেয়েদের নিয়ে বলেন, মেয়েদের নিজস্বতায় সম্পদ। মেয়েদের যেন কেউ দূর্বলতা না ভাবে। আমরা মেয়েদের জন্য সব রকম প্রকল্প চালু করে দিয়েছি। কন্যাশ্রী থেকে শুরু করে রুপশ্রী। মেয়েদের যেন কেউ অসহায় না ভাবে।
এদিন কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন, দিল্লীতে একটা সরকার আছে যারা শুধু মুখে বড় বড় কথা বলে। ওদের একটা প্রকল্প আছে বেটি বাঁচাও। তার জন্য সারা দেশে বরাদ্দ মাত্র ১০০ কোটি টাকা। একদম নিষ্কর্মার ঢেঁকি।
রিপোর্টার – রফিকুল জামাদার
Be the first to comment