সাম্বায় আচ্ছন্ন ব্রাজিল

Spread the love

সাম্বা শব্দটির সাথে আমরা সবার আগে যে দেশটির কথা মনে করি তা হলো ব্রাজিল। মুলত এই সাম্বা সংস্কৃতির জন্য আজ সারা বিশ্বে ব্রাজিল ভীষণ জনপ্রিয়। সেই বাজিলেই সামবোদ্রোমো শহরে রবিবার ও সোমবার অনুষ্ঠিত হয়েছে রিও কার্নিভাল। এর প্রধান আকর্ষণ সেই সাম্বা। এখন প্রচণ্ড গরম ব্রাজিলে। কিন্তু তাতে দমে থাকেনি সাম্বা পাগল ব্রাজিলের নতর্কী থেকে সাধারণ মানুষ। ঘামে ক্লান্ত হয়েও তারা নানা ঢঙে নানা রূপে নাচলেন। নানা রূপ বলতে বলা চলে তাদের বাহারি পোশাক। নানা রঙে ভিন্ন এক অনন্য রূপ ধারণ করে রিও ডি জেনিরোর সামবোদ্রোমো। আর সেই উচ্ছ্বাস আর আনন্দে মাতোয়াড়া হয়ে তা উপভোগ করতে সমবেত হয়েছিলেন কমপক্ষে ৭২ হাজার মানুষ। এমন আয়োজনকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বা পৃথিবীতে সবচেয়ে বড় কোনো অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরু হয় রবিবার রাতে। যে রাতে রিও ডি জেনিরো ছিল ঘুমহীন। পুরুষ ও মহিলারা নেমে পড়েন রাস্তায়। তাদের লজ্জাস্থান কেউ কেউ সামান্য পোশাকে ঢেকে রেখেছেন। কারোর পরণে রগরগে পোশাক। আর সেই পোশাকেই সাম্বার তালে তালে নাচছেন সবাই।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*