আজকের দিন

Spread the love

সরোজিনী নায়ডু

জন্মঃ ১৩ ফেব্রুয়ারী, ১৮৭৯ – মার্চ ২, ১৯৪৯
তিনি ছিলেন স্বনামধন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট বাগ্মী ও ইন্দো-অ্যাংলিয়ান কবি। তিনি ভারতীয় কোকিল বা দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত। সরোজিনী নায়ডু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন। স্বাধীন ভারতে তিনি উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপালও হয়েছিলেন।

১৯১৫ সাল থেকে ১৯১৮ সালের মধ্যবর্তী সময়ে তিনি ভারতের নানা স্থানে যুবকল্যাণ, শ্রমের গৌরব, নারীমুক্তি ও জাতীয়তাবাদ বিষয়ে বক্তৃতাদান করেন। ১৯১৬ সালে জওহরলাল নেহরুর সঙ্গে সাক্ষাতের পর তিনি চম্পারণে নীলচাষীদের হয়ে আন্দোলন শুরু করেন। ১৯২৫ সালে তিনি কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। তিনিই ছিলেন কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি।

রোজদিনের পক্ষ থেকে জন্মদিবসে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।।

==========================================================================================

বিনোদ মেহরা

জন্মঃ ১৩ ফেব্রুয়ারী ১৯৪৫- ৩০ অক্টোবর ১৯৯০
তিনি একজন বলিউড অভিনেতা।

গুরুদেব, রাগিনী, বেওয়াফা, লাল পাত্থর, অমর প্রেম, অনুরাগ, দো ফুল, হাওয়াস, রাফতার, বারদান, জিন্দেগী, অর্জুন পন্ডিত, ঘর, অনুরোধ, জামানা, নাগিন ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

===========================================================================================

মীর আফসার আলী

জন্মঃ ১৩ ফেব্রুয়ারি ১৯৭৫
তিনি হলেন একজন ভারতীয় রেডিও জকি এবং উপস্থাপক। তিনি ভারতীয় বাংলা গণমাধ্যমের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। প্রাথমিকভাবে তার খ্যাতি মূলত উপস্থাপক হিসেবে। ডিডি বাংলার নিউজ প্রোগ্রাম খাস খবর-এর মাধ্যমে টেলিভিশনে প্রথম আবির্ভাব হলেও জি বাংলায় প্রচারিত রিয়েলিটি শো মীরাক্কেল-এর মাধ্যমেই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি বর্তমানে রেডিও মির্চিতে কর্মরত আছেন।

ভূতের ভবিষ্যৎ, চ্যাপলিন, নটবর নট আউট, দ্য বং কানেকশন, আশ্চর্য প্রদীপ, কলকাতায় কলম্বাস ইত্যাদি ছবিতেও তিনি অভিনয় করেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

============================================================================================

শরদ কাপুর

জন্মঃ ১৩ ফেব্রুয়ারী ১৯৭৬
তিনি একজন বলিউড অভিনেতা।

মেরা পিয়ারা ভারত, হাম ভি, দস্তক, তামান্না, জস, খউফ, সেনসর, হাতিয়ার, লাল সালাম, লক্ষ, প্ল্যান, ওয়ান্টেড, জয় হো ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*