বামফ্রন্টের ডাকে ২০ ফেব্রুয়ারি আইন অমান্য ও জেল ভরো

Spread the love

বামফ্রন্ট সভাপতি বিমান বসুর বিবৃতি

দেশে জিনিসপত্রের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি রোধ, ১৮হাজার টাকা ন্যূনতম বেতন এবং সবার জন্য ন্যূনতম ৩হাজার টাকা পেনশন, সমকাজে সমবেতন, সমস্ত চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ, স্কিম কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতিসহ ন্যূনতম বেতন প্রদান, সামাজিক সুরক্ষা ও বেতন বৃদ্ধি, বেকারের কাজের দাবিতে এবং সরকার কর্তৃক মালিকদের স্বার্থে শ্রমআইন পরিবর্তনের প্রতিবাদে, রাষ্ট্রায়ত্ত্ব শিল্পক্ষেত্র বেসরকারীকরণের বিরুদ্ধে, প্রতিরক্ষা, রেল, ব্যাঙ্ক, বীমা, টেলিকম বেসরকারীকরণের প্রতিবাদে, চা বাগান শ্রমিক কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া দাবিসমূহের মীমাংসার দাবিতে, ব্যাঙ্ক এবং স্বল্পসঞ্চয়ে সুদের হার কমানোর প্রতিবাদে, এফ আর ডি আই বিল বাতিলের দাবিতে এবং কেন্দ্রীয় সরকারের মদতে আর এস এস-এর উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক ও বিভেদ সৃষ্টিকারী নীতির বিরুদ্ধে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন ফেডারেশনসমূহ আগামী ২০শে ফেব্রুয়ারি আইন অমান্য ও জেলভরো কর্মসূচীর আহবান জানিয়েছে। এই কর্মসূচীকে রাজ্যের সমস্ত বামপন্থী দল ও সহযোগী দলসমূহ সর্বাত্মকভাবে সমর্থন করছে। আজ বামফ্রন্টভূক্ত দলসমূহ, বামফ্রন্টের বাইরের বামপন্থী দলসমূহ এবং সহযোগী দলসমূহের একটি জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আন্দোলনের এই কর্মসূচীর আহ্বান সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনগুলির হলেও দেশের মানুষের জ্বলন্ত সমস্যার সমাধানের জন্য তারা জেলায় জেলায় বিকেন্দ্রীকৃতভাবে যে আইন অমান্য ও জেল ভরো কর্মসূচীর ডাক দিয়েছে তাকে সর্বাত্মকভাবে সফল করার জন্য রাজ্যের সমস্ত শ্রমজীবী ও সাধারণ মানুষের কাছে আমরা সমস্ত বামপন্থী ও সহযোগী দলসমূহের পক্ষ থেকে আবেদন করছি।

কলকাতা

১৩ই ফেব্রুয়ারি, ২০১৮

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*