প্যারিসে রহস্যজনক মৃত্যু হলো এক বাঙালি তরুণ বিজ্ঞানীর। এই বাঙালী তরুণ বিজ্ঞানী হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। নাম স্নিগ্ধদীপ দে, যিনি প্যারিসে গত চারবছর ধরে কর্মরত ছিলেন। তাঁর পরিবারের দাবি, গত শনিবার শেষবার তাঁদের কথা হয় ছেলের সাথে। তারপর থেকে যোগাযোগ করা যায়নি। গতকাল উত্তরপাড়ার বাড়িতে স্নিগ্ধদীপের মৃত্যুর খবর আসে। কীভাবে মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশায় আছেন তাঁর পরিবারের লোকজন। স্নিগ্ধদীপের পরিবারের লোক প্যারিসে যে বাড়িতে ছেলে থাকতেন, সেখানকার মালকিনের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের অস্পষ্ট ফ্রেঞ্চ এবং ইংরেজি ভাষার মিশেলে জানানো হয় স্নিগ্ধদীপের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। কিন্তু কেন, কীভাবে, সেব্যাপারে স্পষ্ট কোনও উত্তর দেননি বাড়ির মালকিন।
প্যারিসে বসবাসকারী স্নিগ্ধদীপের বন্ধুরা ভারতে বিদেশমন্ত্রককে টুইট করে পুরো ঘটনার কথা জানান। প্যারিসের দূতাবাস থেকে খুব দ্রুততার সঙ্গে বিজ্ঞানীর পরিবারের সঙ্গে যোগায়োগ করা হয় উত্তরপাড়ায়। আশ্বাস দেওয়া হয়, তারাই দায়িত্ব নিয়ে স্নিগ্ধদীপের দেহ ভারতে পাঠাবে এবং সবধরনের তদন্তে সাহায্য করবে।
সূত্র থেকে প্রাপ্ত
Be the first to comment