বুধবার রাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে ঘরের মাঠে পিএসজির বিরুদ্ধে ৩-১ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লিগের ম্যাচের ৩৩তম মিনিটে র্যাবিওটের গোলে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল পিএসজিই। তবে বেশিক্ষণ সেই গোল ধরে রাখতে পারেননি নেইমার-কাভানিরা। ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে পিএসজির বক্সের ভেতরে লো সেলসো পেছন থেকে ক্রুসকে টেনে ধরলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান রোনাল্ডো। ম্যাচের ৮৩তম মিনিটে আবারও গোলের করেন রোনাল্ডো। আসেনসিওর ক্রস পিএসজির গোলরক্ষক ফিরিয়ে দিলেও তা গিয়ে পড়ে সামনে থাকা রোনাল্ডোর হাঁটুতে। আর আলতো টোকায় বল জালে জড়িয়ে সমর্থকদের আনন্দে ভাসান পর্তুগিজ তারকা।
৩ মিনিট পর রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা মার্সেলো গোল করে দলের জয় নিশ্চিত করেন।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লিগে দুই গোলের ব্যবধানে হেরে যাওয়া পিএসজিকে এখন টুর্নামেন্টে টিকে থাকতে হলে নিজেদের মাঠে আগামী ৭ মার্চ রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দ্বিতীয় লিগের ম্যাচে বড় জয় পেতে হবে।
ফাইল ছবি
Be the first to comment