এবার হাউসবোটে ভ্রমণ করুন গঙ্গা, সমুদ্র ও সুন্দরবন

Spread the love

সমুদ্রসৈকতে বেড়ানোর পাশাপাশি গভীর সমুদ্রের রূপ দেখতে আমরা বহু মানুষই আগ্রহী । তাই, পর্যটন দপ্তর এবার নিয়ে এল গঙ্গায় হাউসবোট এবং এটিতে চেপেই সমুদ্র পাড়ি দেওয়ার সুযোগ।

শুধু তাই নয় চাইলে জন্মদিনের পার্টি, বিয়ের রিসেপশন, ছোট খাটো কনফারেন্সের আয়োজনও করা যাবে এই হাউসবোটগুলিতে। কনফারেন্স হলে ২০জনের মতো মানুষ বসার ব্যবস্থা থাকছে। থাকছে ব্যাঙ্কোয়েট হল ও ডবল বেডের রুম। এছাড়াও থাকছে বার ও রেস্তোরাঁও।

তবে আপাতত বাবুঘাটের কাছে দপ্তরের জেটির সামনে দুটি হাউসবোট রাখা হয়েছে, আরও ৬টি আসছে খুব শীঘ্র কেরল থেকে। জনপ্রিয়তা বাড়লে আরও বিভিন্ন স্থানে এই পরিষেবা চালু করবে রাজ্যের পর্যটন দপ্তর। সাধারণ মানুষের জন্যও করা হবে ব্যবস্থা। ৪টি হাউসবোট থাকবে দিঘা, মন্দারমনি, তাজপুরের খাঁড়িতে। পর্যটকরা এবার চুটিয়ে উপভোগ করতে পারবে সমুদ্রের মজা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*