রনধীর কাপুর
(জন্মঃ ১৫ ফেব্রুয়ারি, ১৯৪৭)
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক। তিনি হিন্দি ছবিতে মূলত কাজ করেছেন।
দো ওস্তাদ, কাল আজ ওর কাল, জিত, জওয়ানি দিওয়ানি, রিকসাওয়ালা, হাত সাফাই, লাফাঙ্গা, ধরম করম, চাচা ভাতিজা, সাওয়াল, পুকার, খাজানা, আরমান, মাদার, হাউসফুল ২, ইত্যাদি ছবিতে তিনি অভিনেতা হিসাবে অভিনয় করেছেন। হেনা, ধরম করম ইত্যাদি ছবি তিনি পরিচালনা করেছেন। প্রেম গ্রন্থ, হেনা, আ আব লট চালে ইত্যাদি ছবি তিনি প্রযোজনা করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
===============================================================================================
আশুতোষ গোয়ারিকর
(জন্মঃ ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৪)
তিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র পহলা নশা, লগান, স্বদেশ, জোধা আকবর, খেলে হাম জি জান সে, মহেঞ্জোদড়ো ইত্যাদি।
লগান চলচ্চিত্রটি ৭৪তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে এবং এর ফলে তিনি একাডেমি পুরস্কারে ভোটিং মেম্বার হন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment