নিষ্পত্তি হলো কাবেরীর জলবণ্টন মামলা, ভাগ্যের শিকে ছিঁড়ল কর্ণাটকের

Spread the love

অবশেষে কাবেরী নদীর জলবণ্টন মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর জলের ভাগ কমিয়ে দিয়ে কর্নাটক পেতে চলেছে আরও বেশি জল। এ দিন প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অমিতাভ রায় এবং বিচারপতি এএম খানউইলকরের ডিভিশন বেঞ্চে মালমাটি শুনানি ছিল। সেখানে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন তামিলনাডুর জন্য ১৭৭.২৫ টিএমসি কাবেরীর জল ছাড়তে হবে। সেই সঙ্গে কর্নাটক পাবে অতিরিক্ত ১৪.৭৫ টিএমসি জল। এছাড়াও, পানীয় জলের সমস্যা মেটাতে বেঙ্গালুরু অতিরিক্ত ৪ টিএমসি জল পাবে কাবেরী থেকে।

সাধারণ ভাবে কাবেরী দিয়ে ৭৪০ টিএমসি জল বয়ে যায়। ২০০৭ সালের একটি নির্দেশিকা অনুযায়ী ৭৪০ টিএমসি জলের মধ্যে তামিলনাডু এতদিন পর্যন্ত ৪১৯ টিএমসি জল পেত। কর্নাটক পেত ২৭০ টিএমসি জল, কেরালা পেত ৩০ টিএমসি ও পুদুচেরি পেত ৭ টিএমসি জল। প্রসঙ্গত, দক্ষিণ কর্নাটকের কোদাগু এলাকায় কাবেরী নদীর উৎস। তারপর তা বয়ে যাচ্ছে তামিলনাড়ু, কেরল ও পন্ডিচেরীতে।

শুক্রবার স্বাভাবিকভাবেই এই রায়কে স্বাগত জানিয়েছে কর্নাটক সরকার, উল্টোদিকে তামিলনাড়ু জানায়, রায় খতিয়ে দেখে তবেই মতামত জানাবে তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*