নাম সুইটি। কিন্তু ফেসবুকে লিখতেন কৃষ্ণ সেন। আর এই নাম নিয়েই একের পর এক মেয়ের সঙ্গে প্রেম। আর তারপর বিয়ে। পুরুষ সেজে এইভাবেই দু- দুটো বিয়ে সেরে ফেললেন কৃষ্ণ সেন ওরফে সুইটি। যিনি আসলে মহিলা। তবে থাকতেন পুরুষের বেশে। দেখে বোঝার উপায় নেই। অবিকল পুরুষদের মতোই আবভাব, চালচলন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ধমপুরের বাসিন্দা সুইটি, কৃষ্ণ সেন নামে ফেসবুকে একটি ভুয়ো প্রোফাইল খোলে। আর সেই প্রোফাইল দিয়েই মেয়েদের সঙ্গে ভাব জমাতো সে। আর তারপর বিয়ে।
প্রসঙ্গত, ফেসবুকে আলাপের পর ২০১৪ সালে কাঠগোদামের একটি মেয়েকে বিয়ে করে সুইটি। বিয়ের সময় মোটা টাকা পণও নেয় সে। এর পরই কালাধুঙ্গির আরেক মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সে। সেখানেও মোটা টাকার পণ নেয়। দুই মহিলাই বিয়ের পর বুঝে যান সুইটি আসলে পুরুষ নয়, সে মেয়ে। দুই মহিলার সঙ্গেই মানসিক ও দৈহিক অত্যাচার শুরু করে সুইটি ওরফে কৃষ্ণ সেন। সুইটির প্রথম স্ত্রীয়ের থানায় অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করে সুইটি ওরফে কৃষ্ণ সেনকে৷ প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
Be the first to comment