শুক্রবারই নির্বাচনী শেষ হলো প্রচার। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা দখলের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে বামফ্রন্ট, কংগ্রেস ও বিজেপি। আর শেষদিনে ত্রিপুরায় প্রচারে ঝড় তুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। উনাকোটি জেলায় রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়াম ময়দানে এক জনসভায় বক্তব্য রাখেন তিনি। এদিন বক্তব্যের প্রথম থেকেই কড়া ভাষায় মোদীকে আক্রমণ করেন রাহুল। সোনিয়া তনয় বলেন, ভোটের আগে মোদীজি শুধুই মিথ্যে প্রতিশ্রুতি দেন, আর ভোট ফুরলেই তিনি সব ভুলে যান।
প্রসঙ্গত, ত্রিপুরায় টানা ২৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বাম সরকার। তবুও এবারে প্রথম থেকেই জোরকদমে প্রচারে নেমেছে বিজেপি। প্রধানমন্ত্রী বৃহস্পতিবারই দুটি রোড শো করেন। আর শনিবার শেষদিনে জোরকদমে প্রচার সারলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রবিবার, ১৮ ফেব্রুয়ারি নির্বাচন।
Be the first to comment