শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে শ্রদ্ধাজ্ঞাপণ মুখ্যমন্ত্রীর

Spread the love

শনিবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটারে একটি সুন্দর ছবিও পোস্ট করেন তিনি। মুখ্যমন্ত্রী লেখেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে প্রণাম।

১৮৩৬ সালের ১৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলী জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন গদাধর চট্টোপাধ্যায় ওরফে রামকৃষ্ণ পরমহংস দেব। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবী। অত্যন্ত গরীব পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই অত্যন্ত আধ্যাত্মিক জগৎের মানুষ ছিলেন গদাধর। খুব কম বয়সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন সারদা দেবীর সঙ্গে। ধীরে ধীরে তাঁর গদাধর থেকে রামকৃষ্ণ হয়ে ওঠার কাহিনী সকলেরই জানা। মা কালীর উপাসক ছিলেন তিনি। দক্ষিণেশ্বর মন্দিরে ছিল রামকৃষ্ণের অবাধ বিচরণ। তাঁর প্রিয় শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। ১৮৮৬ সালের ১৬ আগস্ট মাত্র ৫০ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*