পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাড়ে ১১ হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগের পর এবার উত্তরপ্রদেশের কানপুরে ৫০০ কোটি টাকারও বেশি ঋণ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠল। ঘটনায় অভিযোগের তির নামী পেন প্রস্তুতকারক সংস্থা রোটোম্যাকের মালিক বিক্রম কোটারির দিকে।
জানা গিয়েছে, বিক্রম কোটারি পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৫০০ কোটি টাকারও বেশি ঋণ নিয়েছিলেন। কিন্তু বছর পার হয়ে গেলেও সেই ঋণ শোধ করতে পারেন নি তিনি। আর ঘটনার বিষয় আঁচ করেই বেপাত্তা রোটোম্যাক কোম্পানির মালিক বিক্রম কোটারি। তিনি এখন কোথায় রয়েছেন, তা কেউ জানেন না।
অভিযোগ, নিয়ম কানুনের পরোয়া না করেই বিক্রম কোটারিকে এত বড় অঙ্কের ঋণ দেওয়া হয়েছিল।
Be the first to comment