আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স
জন্ম: ১৭ ফেব্রুয়ারি, ১৯৮৪
তিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড়। তিনি দক্ষিণ আফ্রিকার ট্রান্সভাল প্রদেশের প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করেন। এছাড়া, টুয়েন্টি২০ দক্ষিণ আফ্রিকা দলেরও অধিনায়ক ছিলেন। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের পর তিনি গ্রেইম স্মিথের কাছ থেকে দলের দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি ডানহাতি ব্যাটসম্যান হিসেবে অত্যন্ত স্বল্প সময় নিয়ে ব্যাটিং করে থাকেন। ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে ২১টি সেঞ্চুরি এবং ৩৬ অর্ধ-শতকের অধিকারী হয়েছেন। সবচেয়ে বেশী ৭৮ টেস্ট ইনিংস খেলে কোনরূপ শূন্য রান করেননি তিনি যা একটি রেকর্ডরূপে চিহ্নিত। অবশেষে নভেম্বর, ২০০৮ সালে অনুষ্ঠিত বাংলাদেশ দলের বিপক্ষে টেস্টে অংশ নিয়ে তার এ রেকর্ডটি ভেঙ্গে যায়।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
===============================================================================
মিহির দাস
জন্মঃ ১৭ ফেব্রুয়ারী ১৯৬৬
তিনি একজন প্রখ্যাত ওড়িয়া চলচ্চিত্র অভিনেতা। ১৯৯৮ সালে লক্ষী প্রতিমা ও ২০০৫ সালে ফেরিয়া মো সুনা ভউনি, ২০০২ সালে রাখি বান্ধিলি মো রখিব মান এবং ২০১০ সালে প্রেম অঢেই অষর চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ওড়িশা রাজ্য সরকারের কাছ থেকে সেরা সহঅভিনেতার পুরস্কার পান। এছাড়াও তিনি বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment