শনিবারের সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে “নকল চাঁদ”

Spread the love

কলকাতাঃ ফাল্গুনের শনিবারের সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে নামল “নকল চাঁদ”। অফিস ফেরত নিত্যযাত্রীরা কিছুটা অবাক হয়ে যায়। কী ভাবে মাঝ আকাশ থেকে ভিক্টোরিয়ায় বাগানে নামে আসল চাঁদ। প্রকান্ড থালার মত চাঁদের আলোতে ভাসলো ভিক্টোরিয়া বাগানের উত্তরদিকের গেট। আজ সন্ধ্যায় এই চাঁদ দেখে সেটা আসল না নকল তা নিয়ে চোখ কচলালেন শহরবাসী। এখানে প্রশ্ন নকল চাঁদ ব্যপারটা কী? এটা আসলে বহু চর্চিত ব্রিটিশ শিল্পী লিউক জেরামের তৈরি “চাঁদের রিপ্লিকা বা মিউজিয়াম অফ দ্যা মুন”

মূলত, ব্রিটিশ কাউন্সিল এদেশে ৭০ বছরের সম্পর্কের পূর্তিতে এই আয়োজন করেছেন। এর আমদের রাজ্যের মানুষের জন্য এটা একটা উপহার। এই প্রর্দশনী চলবে দুই দিন ধরে। ব্রিটিশ কাউন্সিল ও ভিক্টোরিয়া মেমোরিয়াল এর যৌথ উদ্যোগে এই সুন্দর চাঁদ দেখার সুযোগ পাবেন শহরবাসী। ব্রিটিশ কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, বেঙ্গুলুরু, চন্ডিগড়, মুম্বাই, জয়পুর, উদয়পুরের পর এবার এই কলোনীতে আজ শনিবার ও রবিবার মানুষ দেখতে পাবেন এই নকল চাঁদের “চাঁদমারী”।

ব্রিটিশ শিল্পী লিউক জেরাম জানালেন, “ নাসার ইমেজ ব্যবহার করে এই রিপ্লিকা তৈরি করা হয়েছে। যা দেখে ভ্রম হতে বাধ্য। নকল নাকী আসল চাঁদ । ওই চাঁদের প্রতি সেন্টিমিটার। চন্দ্র পিষ্ট থেকে ৫ কিলোমাটারের সমান। চাঁদের গহ্বরে চন্দ্রপৃষ্টের প্রতিক্রিয়া যেমন দেখা যায়। তেমন এই চাঁদের নিজস্ব আলো রয়েছে। সেই আলো ছড়িয়ে পড়েছে ভিক্টোরিয়ায়ার বাগানে”

ভিক্টোরিয়ার কিউরেটার বলেন, “ চাঁদের যদি বিশ্রাম নেওয়ার দরকার হয়। তা হলে শহরের সেরা জায়গা হল ভিক্টোরিয়ার এই বাগান। আজ ও কাল ভিক্টোরিয়াতে সন্ধ্যায় কচি কাচা থেকে বৃদ্ধা সবাই ভিড় জমাবে। তার জন্য ভিক্টোরিয়া সংলগ্ন এলকায় কলকাতা পুলিশ প্রচুর পুলিশ নিয়োগ করেছে”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*