রবিবার ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। মোট আসন সংখ্যা ৬০। একদফাতেই সম্পন্ন হবে ভোটগ্রহণ পর্ব। তবে নির্বাচনের মাত্র এক সপ্তাহে আগে মৃত্যু হয় বাম প্রার্থী নারায়ণ দেববর্মার। সিপাহীজলার চড়িলাম বিধানসভা কেন্দ্রের সিপিআই (এম) প্রার্থী ছিলেন তিনি। এর জেরে ৫৯ আসনে নির্বাচন হবে আগামীকাল। গুজরাটের মতো ত্রিপুরাতেও ভিভিপ্যাট ব্যবহার করা হবে। ত্রিমুখি লড়াই হবে বামফ্রন্ট, কংগ্রেস ও বিজেপির মধ্যে। রাজ্যে মোট ৬০টি আসনের মধ্যে ভোট ৫৯ আসনে। সবকটি আসনেই প্রার্থী দিয়েছে বামফ্রন্ট ও বিজেপি। তৃণমূল লড়ছে মোট ১৭টি আসনে।
এক নাগাড়ে ২০ বছর ক্ষমতায় আছে বামফ্রন্ট সরকার৷ কিন্তু এবারেও কি ত্রিপুরার বাম দুর্গ অক্ষত থাকবে? প্রশ্ন সেটাই৷ তারজন্য অপেক্ষা করতে হবে ৩ মার্চ পর্যন্ত।
Be the first to comment