ত্রিপুরায় শুরু হয়েছে বিধানসভা ভোট। সকাল ৭টা। ভোট শুরু হয়ে যায় ত্রিপুরায়। চলবে বিকেল ৪টে পর্যন্ত। সিপিএম ৪ বারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে তাদের পুরনো গড় ধরে রাখার মরিয়া লড়াই করছে। উল্টোদিকে বিজেপি খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পেয়ে এবার বামেদের হারিয়ে ত্রিপুরা দখলের স্বপ্ন দেখছে। ত্রিপুরায় বিধানসভা আসন ৬০টি। ভোট হচ্ছে ৫৯টিতে, এই আসনের ৩ হাজার ২১৪টি ভোটগ্রহণ কেন্দ্রে ২৫ লক্ষ ৩৬ হাজার ৫৮৯ জন ভোটারের আছে। তাদের হাতেই ত্রিপুরার সরকার নির্ধারণের চাবিকাঠি রয়েছে। সিপিএম প্রার্থীর মৃত্যুতে চড়়িলাম বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকছে। আগামী ৩ মার্চ ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ১২ মার্চ চড়়িলাম কেন্দ্রে উপনির্বাচন হবে। সকাল সাড়ে ৭টা। সকাল ৯টা পর্যন্ত ১১% ভোট রেজিস্টার্ড হয়েছে। এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহন পর্ব চলছে। টুইট করে প্রধানমন্ত্রী ত্রিপুরাবাসীকে ভোট দেওয়ার আবেদন করেন। ৫৯টি কেন্দ্রে মোট প্রার্থীসংখ্যা ৩০৭। ৫৬টি আসনে প্রার্থী দিয়েছে সিপিএম। তাদের জোটসঙ্গী ফরওয়ার্ড ব্লক, সিপিআই ও আরএসপি একটি করে আসনে প্রার্থী দিয়েছে। উল্টোদিকে বিজেপি লড়ছে ৫০টি আসনে। জোটসঙ্গী ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি লড়ছে বাকি আসনগুলিতে। কংগ্রেস লড়ছে ৫৮টি আসনে। গত ৪ বারের মুখ্যমন্ত্রী মানিক সরকারই থাকবেন নাকি ত্রিপুরাবাসী নতুন কাউকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চান তার জন্য ৩ মার্চ এর ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Be the first to comment