শেষ হলো ত্রিপুরা বিধানসভা নির্বাচন, বিকেল ৪ টে পর্যন্ত ভোটদানের হার ৭৪ শতাংশ

Spread the love

শেষ হলো ত্রিপুরার বিধানসভা নির্বাচন। ৬০ টি বিধানসভা আসনের মধ্যে ৫৯টি আসনে চলে ভোটগ্রহণ। ভাগ্য নির্ধারণ হলো মোট ২৯২ জন প্রার্থীর। যাদের মধ্যে ২৩জন মহিলা প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২৬ লক্ষ। বিকেল ৪ টে পর্যন্ত ভোটদানের হার ৭৪ শতাংশ।

উল্লেখ্য, সিপিএম প্রার্থী রমেন্দ্রনারায়ণ দেববর্মার মৃত্যুর কারণে, একটি আসনে ভোটগ্রহণ হবে আগামী ১২ মার্চ। এদিন সকাল ৭ থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকেল ৪ পর্যন্ত। ৩,২১৪টি ভোট কেন্দ্রে সকাল থেকে চললো ভোট পর্ব। বেলা যত গড়িয়েছে ততই দীর্ঘতর হয়েছে ভোটারদের লাইন।

প্রসঙ্গত, ৫৯টির মধ্যে ৫৬টি আসনেই প্রার্থী দিয়েছে সিপিএম। বাকি আসনগুলিতে ১টি করে প্রার্থী দিয়েছে জোটসঙ্গী ফরওয়ার্ড ব্লক, সিপিআই ও আরএসপি। অন্যদিকে মোট ৫০টি আসনে প্রার্থী দিয়ে বিজেপি। যাঁদের মধ্যে অধিকাংশই মহিলা। শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ভোটগ্রহণ পর্ব। কোনও গণ্ডগোলের খবর পাওয়া যায়নি। তবে বেশকিছু বুথে ভিভিপ্যাটে সমস্যা দেখা দেওয়ায় বন্ধ থাকে ভোটগ্রহণ। পড়ে তা স্বাভাবিক হয়।

এদিন সকাল ১০ টা নাগাদ আগরতলা কেন্দ্রে ভোট দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। সকাল সকাল ভোট দিতে দেখা যায় ত্রিপুরা বিজেপি রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিপ্লবকুমার দেবকেও। ভোটের ফল বার হবে ৩ মার্চ। সরকার গড়তে লাগবে ৩১টি আসন। ২০১৩-র বিধানসভা ভোটে সিপিএম ৪৯ ও কংগ্রেস ১০টি আসন পেয়েছিল। ১টি আসন পান নির্দল প্রার্থী। ত্রিপুরার৪ বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজের গড় রক্ষা করতে পারেন কী না সেটাই এখন দেখার।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*