জমি আন্দোলনকারী এক দলিত নেতার আত্মহত্যার জেরে বিক্ষোভ ছড়াল গুজরাটে। নেতার আত্মহত্যার প্রতিবাদে রাজ্য সরকারের বিরোধিতা করে শুরু হয় বিক্ষোভ। যার নেতৃত্ব দেন দলিত নেতা জিগনেশ মেওয়ানি। ভানুভাই ভঙ্করের কালেক্টর অফিসের সামনে গায়ে আগুন দিয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে বনধ ডেকেছিলেন দলিত নেতা জিগনেশ মেওয়ানি। কিন্তু রবিবার সারঙ্গপুরে বিক্ষোভ দেখাতে যাওয়ার আগেই জিগনেশকে আটক করে পুলিশ। এছাড়াও ঘটনায় ভীমশক্তি সেনার প্রায় ২৫ জন সদস্যকেও আটক করা হয়েছে।
শনিবার গান্ধীনগর সিভিল হাসপাতাল চত্বর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলে। গুজরাটের পাতান জেলা কালেক্টরেট অফিস চত্বরে বৃহস্পতিবার গায়ে আগুন দেন ভানুভাই ভঙ্কর নামে জমি আন্দোলনকারী ওই কর্মী। তাঁকে ভর্তি করা হয় গান্ধীনগর সিভিল হাসপাতালে। পরের দিন মৃত্যু হয় ভানুভাইয়ের। এর প্রতিবাদে শনিবার বিক্ষোভ চলে রাজ্যে।
প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে জমিহীন দলিতদের জমি বণ্টন করা হয়েছিল। কিন্তু, অনেক দলিতই জমি পাননি। এই বিষয়টি নিয়ে আন্দোলন করছিলেন ভানুভাই ভঙ্কর। তিনি ছিলেন জিগনেশ মেওয়ানির নেতৃত্বে রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের সক্রিয় কর্মী। গতমাসেই এনিয়ে তিনি চিঠি লেখেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানিকে। জানান, সরকার বিষয়টি না দেখলে তিনি আত্মহত্যা করবেন। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বিষয়টি দেখার জন্য একজনকে জেলা কালেক্টরেটে পাঠানো হয়েছিল। কিন্তু, তারপরেও বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ।
Be the first to comment