গতকাল জোহানেসবার্গে ভারত দক্ষিণ আফ্রিকাকে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ২৮ রানে পরাস্ত করে। ব্যাট হাতে ওপেনার শিখর ধাওয়ানের পাশাপাশি এদিন বল হাতে পেসার ভুবনেশ্বর কুমার অসাধারণ পারফরম্যানস করেন। তিনি গতকাল ৪ ওভারে ২৪ রান দিয়ে দক্ষিণ আফ্রিকার ৫টি উইকেট তুলে নেন। ওনাকেই ম্যাচের সেরা নির্বাচিত করা হয়। এবারের দক্ষিণ আফ্রিকা সফরে যেমন অধিনায়ক বিরাট কোহলি ব্যাট হাতে প্রতি ম্যাচেই নিজেকে উজ্জ্বল করেছেন তেমনি ভারতীয় বোলারদের ভূমিকাও বারেবারে উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে। কখনও দুই স্পিনার কুলদিপ সিং ও যুযুবেন্দ্র চাহাল ম্যাচ জিতিয়েছেন আবার কখনও ভারতের পেসাররাও দুর্দান্ত পারফরম্যানস দেখিয়েছেন, তাঁদের মধ্যে সবার আগে অবশ্যই থাকবেন ভুবনেশ্বর কুমার। গতকাল টি-২০ তে ৫ উইকেট নেওয়ার সাথে ভুবনেশ্বর কুমার ক্রিকেটের সব ফর্ম্যাটেই ৫ উইকেট নেওয়া একমাত্র ভারতীয় বোলার হয়েছেন। তিনি টেস্ট ক্রিকেটেও চারবার ৫ উইকেট নিয়েছেন। প্রথমবার ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেন্টব্রিজে ৫ উইকেটে নিয়েছিলেন, এরপর লর্ডসেও ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের মাঠেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন। চতুর্থবার নিয়েছিলেন ২০১৬ সালে কলকাতার ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট। এতো গেলো টেস্ট ক্রিকেটের কৃতিত্ব। ভুবনেশ্বর কুমার একদিনের ক্রিকেটেও একবার ৫ উইকেট দখল করেছেন। ২০১৭ সালে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪২ রানে ৫ উইকেট দখল করে ভারতকে জিতিয়েছিলেন।
Be the first to comment