ভোটের প্রচারে বেরিয়ে মৃত্যু হলো এনসিপি প্রার্থী জোনাথন এন সাংমার

Spread the love

২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তার আগেই অশান্ত হয়ে উঠল উত্তর-পূর্বের এই রাজ্য। ভোটের প্রচারে বেরিয়ে খুন হলেন এনসিপি প্রার্থী জোনাথন এন সাংমা। পূর্ব গারো পার্বত্য জেলার সামান্দায় আইডি বিস্ফোরণে মৃত্যু হয় জোনাথনের। ঘটনার পিছনে জঙ্গিদের হাত থাকতে পারে বলে পুলিশের মতামত।

প্রসঙ্গত, এই জেলার উইলিয়ামনগর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন জোনাথন এন সাংমা। শেষ মুহূর্তের প্রচারে মেঘালয়ে শাসক বিরোধী সব পক্ষের উত্তেজনা তুঙ্গে। রবিবারই ভোট প্রচারেই বেরিয়ে ছিলেন সাংমা। সাবুগ্রে ও নবগ্রে গ্রামে প্রচার সেরে ফেরার পথে আইডি বিস্ফোরণে মৃত্যু হয় বিরোধী দলের এই প্রার্থীর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় ৪৩ বছর বয়সী সাংমার দেহ। উল্লেখ্য, ২০১৩ সালের নির্বাচনের আগেও খুনের হুমকি পেয়েছিলেন এনসিপি-এর এই প্রার্থী। অন্যদিকে, তদন্তকারীরা বিস্তারিতভাবে এই ঘটনা নিয়ে মন্তব্য করতে চাননি। ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভায় ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হবে। ৩ মার্চ ফলাফল ঘোষণা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*