একেবারে উধাও শীতের আমেজ। সোমবার থেকে রাজ্যে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বাতাসে জলীয় বাষ্পের দাপটের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আগামী কয়েকদিন সকালের দিকে থাকবে কুয়াশার দাপট। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। তবে মঙ্গলবার থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে খবর। তবে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
এদিকে দুই ২৪ পরগনায় কুয়াশার প্রভাব বেশি। কুয়াশার চাদরে মোড়া দক্ষিণ ২৪ পরগণা। দেরিতে চলছে একাধিক ট্রেন। দৃশ্যমানতা কম হওয়ায় ১১৭ নং জাতীয় সড়কে গাড়ির গতি খুবই কম। কুয়াশার প্রভাব পড়েছে ফেরি পরিষেবাতেও। তবে স্বাভাবিক রয়েছে বিমান পরিষেবা
Be the first to comment