কলকাতাঃ SSKM হাসপাতালের মডেলে এবার “ডিজিটাল এক্সরে” বসছে কলকাতা মেডিক্যল কলেজ হাসপাতালেও। খুব শীঘ্রই এই ডিজিটাল এক্সরে বসানোর কাজ শুরু হবে। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবন থেকে চূড়ান্ত ছাড়পত্র মিলেছে। ছয় মাস আগে মেডিক্যাল কলেজ হাসপাতালের রুগি কল্যান সমিতি স্বাস্থ্য ভবনে ডিজিটাল এক্সরের বিষয়ে একটি ফাইল পাঠায়। সেই ফাইলটি ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ভবন সূত্রে এই খবর জানা গিয়েছে।
মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দিন দিন রুগির চাপ বাড়ছে মেডিক্যাল কলেজ হাসপাতালে। যে পরিমানে রুগির চাপ বাড়ছে সেই পরিমানে রুগিদের প্রতিদিন এক্সরে করা খুবই সমস্যা হচ্ছে। কারণ একদিকে আউটডোরের রুগির চাপ । অন্যদিকে ইন্ডোরের রুগির চাপ। তার পর আবার এমারজেন্সি রুগিদের জন্য এক্সরের চাপে নাজেহাল অবস্থা মেডিক্যল কলেজ হাসপাতালের এক্সরে বিভাগের। তাই এবার মেডিক্যল কলেজ হাসপাতালে ডিজিটাল এক্সরে চালু হলে একদিকে হাসপাতালের চাপ যেমন অনেকটাই কমবে তেমনই রুগিদেরও অনেক সুবিধা হবে।
অন্যদিকে, মেডিক্যেল কলেজ হাসপাতালে আরও ৫৫০টি বেড বাড়ছে। আগে মেডিক্যল কলেজ হাসপাতালে ১৮০০টি বেড ছিলো। এবার সেটা বেড়ে দাঁড়ালো ২৩৫০ টি। হাসপাতালে ৫ নম্বর গেটের কাছে একটি নতুন মাল্টি সুপার স্পেশালিটি বিল্ডিং তৈরি হচ্ছে। এখানে এই নতুন বিল্ডিংয়ে পেডিয়াট্রিকস, গ্যাস্ট্রোএনটেরোলজি, ইউরোলজি বিভাগের অপারেশনের নতুন ইউনিট চালু হচ্ছে।
মেডিক্যাল কলেজ হাসপাতালের রুগি কল্যান সমিতির চেয়ারম্যান ডঃ নির্মল মাঝি বলেন , “আমাদের হাসপাতালে দীর্ঘদিন ধরেই একটি ডিজিটাল এক্সরের দরকার ছিল। কারণ মেডিক্যালে এখন আগের থেকে রুগির চাপ প্রায় তিনগুন বেড়েছে। ডিজিটাল এক্সরের জন্য স্বাস্থ্য ভবন থেকে ছাড়পত্র মিলেছে। খুব শীঘ্রই এক্সরে মেশিন বসানোর কাজ শুরু হবে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও রোগীকেই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করা পচ্ছন্দ করেন না। তিনি বার বার নির্দেশ দিয়েছেন যে হাসপাতালের বেড বাড়াতে। তাই তার নির্দেশে আমরা মেডিক্যাল কলেজ হাসপাতালে বেড বাড়াচ্ছি”।
Be the first to comment