বন্ধ হয়ে গেলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বই শাখা

Spread the love

১১ হাজার কোটি টাকার দুর্নীতিকাণ্ডে বন্ধ করে দেওয়া হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বই শাখা। জানা গিয়েছে, রবিবার মুম্বইয়ে ব্যাঙ্কের ব্র্যাডি রোড শাখায় তল্লাশি চালায় সিবিআই। আর এখান থেকেই নীরব মোদীর সংস্থা গোটা জালিয়াতির কাজ করেছে বলে খবর।

এদিকে পাঞ্জাব ন্যাশলাল ব্যাঙ্ক দুর্নীতিকাণ্ডে নীরব মোদীর সংস্থার এক আধিকারিক-সহ দুই ব্যাঙ্ককর্মীকে গ্রেফতার করেছে সিবিআই। ১১হাজার ৪০০ কোটি টাকার এই দুর্নীতি মামলায়, শুক্রবার ১১টি রাজ্যের ৩৫টি জায়গায় তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। উদ্ধার হয়েছে ৫৪৯ কোটি টাকার হিরে ও সোনা।

ইতিমধ্যেই নীরব মোদীর ৫,৬৪৯ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। নীরব মোদীর ২১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে ৮টি সম্পত্তি। সেই সঙ্গে ৪ সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে তাঁর পাসপোর্টও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*