কেকেআর এর অধিনায়ক সম্ভবত ক্রিস লিন

Spread the love

গত ৭ বছর ধরে আইপিএল এ কেকেআর এর হয়ে অধিনায়কত্ব করেছেন গৌতম গম্ভীর। তাঁর নেতৃত্বে দু’বার চ্যাম্পিয়নও হয়েছে কেকেআর। এবারের আইপিএল-এর নিলামে কেকেআর তাঁকে নিলামে নেয়নি বা আগে থেকেও রিটেনশন সিস্টেমে দলে রেখে দেয়নি। কেকেআর রিটেনশনে দলে রেখেছে ওয়েস্ট ইন্ডিজের দুই প্লেয়ার আন্দ্রে রাসেল ও সুনিল নারাইনকে। এছাড়াও নিলামের সময় দলে নিয়েছে অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ক্রিস লিন, রবিন উত্থাপা সহ আরও কিছু ক্রিকেটারকে। কেকেআর লিনকে নিলামে ৯ কোটি ৬০ লাখে দলে নিয়েছে। গৌতম গম্ভীর নেই, তবে অধিনায়কত্ব করবেন কে? কেকেআর কোচ জ্যাক কালিস জানিয়েছেন, কেকেআর এর অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটসম্যান ক্রিস লিন। স্বয়ং সেই জায়গাই নিতে চান ক্রিস লিন। সম্প্রতি বিগ ব্যাস লিগে দারুণ খেলেছেন লিন। আইপিএলে এটা লিনের পঞ্চম মরসুম। গত বছর কেকেআর-এর হয়ে ২৯৫ রান করেছিলেন তিনি। অধিনায়ক হওয়ার প্রসঙ্গে লিন বলেন, ‘‘আমি এ রকম সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়ব। কলকাতার দল খুব ভাল হয়েছে। কোচিং স্টাফে সাইমন কাটিচ, জ্যাক কালিস, হিথ স্ট্রিকদের সঙ্গে আমি খুব সহজেই মিশে যেতে পারি।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*