সায়ন্তন সেন: রবীন্দ্রনাথের মত দেখতে কিন্তু রবীন্দ্রনাথ নন। অনেকেই ভাববেন ব্যাপারটা কি। হ্যাঁ ব্যাপারটা ঠিক এইরকমই। সোমনাথ ভদ্র যাঁকে অনেকটা রবীন্দ্রনাথের মত দেখতে। বললে ভুল হবে দূর থেকে দেখলে লোকে তাঁকে নোবেলজয়ী রবীন্দ্রনাথের সঙ্গে গুলিয়েও ফেলতে পারেন। তাঁর বেশভূশা,পোশাক,লম্বা সাদা দাড়ি সবই রবীন্দ্রনাথের সঙ্গে মিলে যায়। তবে এর বাইরে বলতে গেলে রবীন্দ্রনাথের মত কবিতা লেখা,নাটক,গল্প ইত্যাদি লেখার কোন অভ্যাস তাঁর নেই। ছবি আঁকা কিংবা আলপনা এগুলো সবই ছিল ছোটবেলায়। রবীন্দ্রনাথের মত গুন না থাকলেও সোমনাথ ভদ্র এখন পরিচিত রবীন্দ্রনাথ নামেই। যিনি হেদুয়ায় নিজের বাড়ি ছেড়ে বেশিরভাগ সময়টাই কাটান জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে তিনি ভালো থাকেন, যেন তাঁর মনে হয় সেই নোবেলজয়ী রবীন্দ্রনাথের উপস্থিতি তিনি অনুভব করছেন। নিজের জীবনের সঙ্গে যেন রবীন্দ্রনাথ লতাগাছের মত জড়িয়ে রয়েছে। আর এইভাবেই তিনি চান নিজের জীবনের বাকি সময়টাকে এইভাবে যাতে কাটানো যায়। আর এই সোমনাথ ভদ্র ওরফে রবীন্দ্রনাথকে নিয়ে আমার (সায়ন্তন সেনের) ডকুমেন্ট্রি “ এ কোন রবি!” আহোত্রি সিনেম্যাটিক্স নিবেদিত যে সিনেমায় পরিচালক আমি সায়ন্তন সেন, ক্যামেরার কাজ শুভম মাইতি, এডিটিং শুভঙ্কর মাহাতো। সহ পরিচালক শান্তনু মণ্ডল ও পৃথা গাঙ্গুলি নিয়োগী।
Be the first to comment