পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারি নিয়ে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সোমবার তিনি বলেন, মোদীজিকে অনুরোধ করছি যে, এরপর যখন আবার বিদেশ সফরে যাবেন তখন অন্য মোদীকে দেশে ফিরিয়ে নিয়ে আসুন। উল্লেখ্য, পিএনবি জালিয়াতি প্রকাশ্যে আসার পর এখনও পর্যন্ত অর্থমন্ত্রী অরুণ জেটলি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। মঙ্গলবার কর্নাটকে ভোটের প্রচারে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেও পিএবি জালিয়াতি নিয়ে নীরব থেকেছেন প্রধানমন্ত্রী। পিএনবি-র সাড়ে এগারো হাজার কোটি টাকার জালিয়াতি ফাঁস হওয়ার আগেই দেশ ছেড়েছেন অভিযুক্ত কোটিপতি হিরে ব্যবসায়ী নীরব মোদী, তাঁর মামা মেহুল চোসকি ও পরিবারের অন্যান্যরা। নীরব মোদী এখন কোথায় রয়েছেন, তা জানা যায়নি।
সোমবার রাহুল কটাক্ষ করে বলেন, আমাদের সকলের পক্ষ থেকে মোদীজি-কে এবার আবার বিদেশ সফরে গেলে অন্য মোদীকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ করছি। আমাদের কষ্টার্জিত টাকা দেশে ফেরত এল আমরা কৃতজ্ঞ থাকব। রাহুল আরও বলেছেন, আমি জানি, ‘বিজেপির প্রচুর টাকা রয়েছে। কারণ, দেশের বেশ কিছু ধনীতম ব্যক্তি বিজেপির সমর্থক। ব্যাঙ্কের টাকা লুঠ করে যাঁরা পালিয়েছেন, তাঁরাও সম্ভবত বিজেপিরই সমর্থক।
Be the first to comment