রাজ্যের পূর্ত দপ্তরের উদ্যোগে মালদা, পুরুলিয়া ও বালুরঘাটের বিমানবন্দর তৈরীর কাজকে আরও দ্রুত গতিতে করছে রাজ্য সরকার। ১৩ কোটি টাকা খরচে ১১৪ একর জমির ওপর তৈরি হতে চলেছে মালদা বিমানবন্দর। এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়ার একটি বিশেষজ্ঞ সংস্থা ডিপিআর তৈরী করার পরেই এই কাজ শুরু হয়।
আধুনিক ব্যবস্থা গ্রহণ ও দ্রুত গতিতে কাজ শেষ করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার আঞ্চলিক বিমানব্যবস্থা উন্নত করতে উদ্যোগী হয়েছে। রাজ্যজুড়ে জেলায় জেলায় তৈরী হচ্ছে হেলিপ্যাড; ২৬ টি ইতিমধ্যেই তৈরী হয়ে গেছে। নবনির্মিত জেলা ঝাড়গ্রামেও একটি হেলিপ্যাড তৈরীর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
Be the first to comment