মুখ্যসচিবকে নিগ্রহের ঘটনায় কড়া পদক্ষেপ আইএএস অ্যাসোসিয়েশনের

Spread the love

মুখ্যসচিবকে নিগ্রহের ঘটনার প্রতিবাদে কড়া পদক্ষেপ নিল আইএএস অ্যাসোসিয়েশন। তাদের সাফ কথা যতক্ষণ না এবিষয়ে ক্ষমা চাইবেন মুখ্যমন্ত্রী, ততক্ষণ কোনও আমলা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে না। ফোনেও কথা বলবেন না। আইএএস, ডিএএনআইসিএস এবং ডিএএসএস আমলাদের এই তিনটি সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, তারা কেবলমাত্র প্রশাসনিক কাজে যোগাযোগ রাখবেন তাও চিঠিপত্রের মাধ্যমে।

তবে সংগঠনগুলির দাবি, শুধু ক্ষমা চাইলেই হবে না। সেই সঙ্গে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নিতে হবে। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে মুখ্যসচিব অংশু প্রকাশকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে গতরাতে গ্রেপ্তার হন আপ বিধায়ক প্রকাশ জারওয়াল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*