মঙ্গলবার বারগড় জেলার এক নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েককে লক্ষ্য করে ছোঁড়া হল জুতো। নিরাপত্তারক্ষীদের তত্পরতায় মুখ্যমন্ত্রীর কোনও আঘাত লাগেনি বলে জানা গিয়েছে। জুতো গিয়ে লাগে এক নিরাপত্তারক্ষীর দেহে। যে ব্যক্তি জুতো ছুঁড়ছিলেন তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে মুখ্যমন্ত্রীকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, বেজিপুর বিধানসভা কেন্দ্রের কুম্ভারি গ্রামে মঙ্গলবার ঘটনাটি ঘটে। সেখানে ওই আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে রোড শো করার পর ভাষণ দিচ্ছেলেন মুখ্যমন্ত্রী। তখনই ঘটে যায় এই নিন্দনীয় ঘটনা। জানা গিয়েছে, অভিযুক্ত বারগড় জেলারই বুদ্ধপল্লি গ্রামের বাসিন্দা। তাঁর নাম কার্তিক মেহের। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে বিজেপির একটি পতাকা উদ্ধার করা হয়েছে। যদিও কার্তিক দাবি করেছেন, তিনি বিশেষ কোনও দলের সমর্থক নন। ভোটের আগে নেতাদের ভাষণ দেওয়ার বিরোধিতা করেন তিনি।
Be the first to comment