ভাঙড়ে আগের থেকে পরিস্থিতি উন্নতি হয়েছে: শোভনদেব

Spread the love

আন্দোলনের জেরে ভাঙড়ের পাওয়ার গ্রিডের কাজ আটকে রয়েছে বহুদিন ধরে। সেই সমস্যা সমাধান কিভাবে করা যেতে পারে তা নিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী ফোন করেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে। গতকালই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে ফোন করে ভাঙড়ের সমস্যার খোঁজখবর নেন কেন্দ্রীয় বিদ্যুৎ দফতর এর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজকুমার সিং। আজ একথা বিধানসভায় জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন শোভনদেব আরও বলেন, “ভাঙড়ে আগের থেকে পরিস্থিতি উন্নতি হয়েছে। গ্রামের লোকেরা আমার কাছে এসেছেন। বলেছেন পাওয়ার গ্রিড নিয়ে আপত্তি নেই। আপত্তিটা কিছু রাজনৈতিক দলের। ওদের গ্রামের ভেতর দিয়ে তার নিয়ে যাওয়ার বিষয়ে ওদের আপত্তি ছিল । সেই আপত্তির কথা কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছি। ফারাক্কা থেকে সব তার টানা হয়ে গেছে। ওখানে বাইরের লোক গিয়ে ভুল বুঝিয়েছে। জোর করে কোনও কিছু করা হবে না, কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছি। তবে আমাদের আশা মানুষ পাওয়ার গ্রিডের প্রয়োজনীয়তা বুঝবেন ও বিদ্যুতের পক্ষেই রায় দেবেন গ্রামবাসীরা।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*