নেতাজীর বাণী

Spread the love

নেতাজী সুভাষচন্দ্র বসু, নাম বললেই লোকে বোঝেন দৃঢ়তা, বোঝেন প্রাণ প্রাচুর্য্য, বোঝেন শক্তি, বোঝেন স্বাধীনতা।আজ তাঁর জন্মদিন।শ্রদ্ধার সঙ্গে পালিত হয় তাঁর জন্মদিন। শুধু জন্মদিন পালনেই কি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়? নেতাজীর জন্মদিন ২৩শে জানুয়ারীকে জাতীয় ছুটি ঘোষণার দাবী জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অবশ্যই ছুটি ঘোষণা উচিৎ।তবে শুধু ছুটি ঘোষণাতেই একটা মানুষের প্রতি শ্রদ্ধা পুরোপুরি জানানো যায় না। তার জন্য প্রয়োজন নেতাজীকে সঠিকভাবে অনুধাবন করা। তাঁর জীবন ও বাণী সব মানুষের কাছেই আদর্শ। আমরা এখানে নেতাজীর কোটেশান দিলাম। আপনারা পড়ে দেখতে পারেন।  

১) “নিজের প্রতি সত্য হলে বিশ্বমানবের প্রতি কেউ অসত্য হতে পারে না ।”

২) “মানুষ যতদিন বেপরোয়া, ততদিন সে প্রাণবন্ত ।”

৩) “নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালীর এমন সরল প্রাণ”।

৪) “জগতের সব কিছু ক্ষণভঙ্গুর। শুধু একটা জিনিস ভাঙে না, সে বস্তু, ভাব বা আদর্শ”।

৫) প্রকৃতির সঙ্গ ও শিক্ষা না পাইলে, জীবন মরুলোকে বির্বাসনের মত, সকল রস ও অনুপ্রেরণা হারায়।

৬) “ জীবনে প্রগতির আশা নিজেকে ভয়, সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে। ”

৭) “A true soldier needs both military and spiritual training”.

৮) “Freedom is not given – it is taken”.

৯) “ No real change in history has ever been achieved by discussions.

১০) “Give me blood and I will give you freedom”.

১১) “Remember that the greatest crime is to compromise with injustice and wrong.”

১২) “It is our duty to pay for our liberty with our own blood”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*