চিনা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি পাকিস্তানের

Pakistan and China's national flags fly in the foreground as soldiers from both countries stand together for a group shot after holding joint military exercises in Jhelum, located in Pakistan's Punjab province November 24, 2011. REUTERS/Faisal Mahmood (PAKISTAN - Tags: POLITICS MILITARY)
Spread the love

পাকিস্তান চিনের মান্দারিন ভাষাকে তাদের সরকারি ভাষার স্বীকৃতি দিল। পাকিস্তানি সেনেট এই মর্মে প্রস্তাব পাশ করেছে। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসির কাজকর্মে লিপ্ত মানুষ যাতে আরও ভালভাবে কথাবার্তা বলতে পারেন, সে জন্য চিনা ভাষাকে নিজেদের দেশের সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া এবং দুদেশের সম্পর্কের আরও উন্নতি হবে। এটাই উদ্দেশ্য বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অফ চায়না, এর ঠিক ৩ দিন পরেই ইসলামাবাদের এই পদক্ষেপ। যদিও পাকিস্তানে ৪টি বিদেশি ভাষাকে প্রাধান্য দিয়েছে, সেগুলি হল ইংরেজি, উর্দু, আরবি ও এখন চিনা। অথচ এগুলির একটিও পাকিস্তানিদের মাতৃভাষা নয়। বঞ্চনা করা হচ্ছে স্থানীয় ভাষাকে। পাকিস্তানে মূলত চালু ভাষা হলো পঞ্জাবি, পাস্তু ও অন্যান্য আঞ্চলিক ভাষা। সেগুলির একটিকেও সরকারি ভাষা বলে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। চিনা ভাষা শিখলে দেশে ও চিনে উভয় জায়গাতেই কাজের সুযোগ বাড়বে, তাই পাকিস্তানিরা সকলেই এই ভাষা শিখতে চান। এই রকমই দাবি পাকিস্তানের সংবাদমাধ্যম গুলির। যদিও এই ব্যাপারটিকে আমেরিকা অন্যরকম ভাবে ভাবছে। তাদের গোয়েন্দা সংস্থাগুলি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে, পাকিস্তান খুব দ্রুত আমেরিকার হাত থেকে বেরিয়ে চিন ঘেঁষা হওয়ার চেষ্টা করছে। যার ফলে দক্ষিণ এশিয়ায় বিঘ্নিত হবে আমেরিকান স্বার্থ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*