আইসিসি র একদিনের ক্রিকেটে ব্যাটিং এবং বোলিং এ শীর্ষ স্থানে আছেন ভারতীয় ক্রিকেটাররা। গতকাল প্রকাশিত হল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একদিনের ক্রিকেটের র্যাঙ্কিং। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছেন বিরাট। তাঁর পয়েন্ট এখন ৯০৯। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে তিনটি সেঞ্চুরি সহ মোট ৫৮৮ রান করেন কোহলি। যার জেরে এক নম্বরের মুকুট অতি সহজেই নিজের দখলে রেখেছেন তিনি। এছাড়াও বিরাট কোহলি এক অনন্য কীর্তি স্থাপন করেন। টেস্ট ও একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে একই সময়ে ৯০০ পয়েন্ট পার করলেন বিরাট কোহলি। যদিও বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর আগে, এই অনন্য কৃতিত্ব প্রথমবার অর্জন করেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স।
এছাড়াও আইসিসি র একদিনের ক্রিকেটে বোলিং বিভাগে শীর্ষস্থানে আছেন জসপ্রীত বুমরাহ। যদিও তা যুগ্মভাবে আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খানের সাথে।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ ৫-১ ব্যবধানে জিতে তালিকায় ১নং স্থান ধরে রাখল ভারত। ভারতের পয়েন্ট এখন ১২৩। দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা (১১৭) এবং তৃতীয় ইংল্যান্ড (১১৬)।
ফাইল ছবি
Be the first to comment