ওয়ান্ডারার্সে শেষ টেস্ট জেতার পর থেকে বিরাট কোহালির ভারত এখন চালকের আসনে। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠেই পরপর হারিয়ে চলেছে ভারত। ওয়ান ডে সিরিজে ভারত ৫-১ এ বিধ্বস্ত করেছে। টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও ভারত ২৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। আজ, বুধবার দ্বিতীয় ম্যাচ। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে এই ম্যাচ না জিততে পারলে টি-টোয়েন্টি সিরিজও গেল জে পি ডুমিনি-দের হাত থেকে। তার ওপর ডিভিলিয়ার্সের মত তারকা ক্রিকেটারও নেই এই মুহূর্তে কোনও বিভাগেই ভারতের সঙ্গে পাল্লা দিতে পারছে না দক্ষিণ আফ্রিকা। দুরন্ত ফর্মে রয়েছেন ভারতের প্রথম সারির ব্যাটসম্যানরা। অধিনায়ক কোহালি তো আছেনই, তাঁর সঙ্গে শিখর ধবন-ও ভাল ফর্মে রয়েছেন। আগের ম্যাচেই দুরন্ত ৭২ রান করেছেন তিনি। রোহিত শর্মা দারুন শুরু করলেও আউট হয়ে যান। তবু তিনি ফর্মে ফিরেছেন বলে ধরা হচ্ছে। একদিনের সিরিজে একটি সেঞ্চুরি করেছেন। ভারতের মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা থাকলেও তা ঢাকা পড়ে যাচ্ছে কোহালিদের দুরন্ত ফর্মের সৌজন্যে। যদিও কোহলি নিজস্ব তিন নম্বর জায়গায় আগের ম্যাচে সুরেশ রায়নাকে নামিয়েছিলেন। তিনিও দুর্দান্ত শুরু করে মাত্র ১৫ রানে আউট হয়ে যান। তবু আজ মনে হয় উনি তিন নম্বরেই আবার আসবেন ব্যাট করতে। আজকের ম্যাচে মনীশ পান্ডেকে বসিয়ে কে এল রাহুলকে খেলাতে পারে টিম ইন্ডিয়া। কিন্তু আগের ম্যাচে মনীশ খুব ভালো পারফরম্যান্স না করতে পারলেও বসানোর মত পারফর্ম করেননি। সেক্ষেত্রে তিনি বাদ নাও যেতে পারেন। আছেন ধোনি, পান্ডিয়া। এরপর ভারতের পেস বিভাগে ভুবনেশ্বর কুমার আগের ম্যাচে কেরিয়ারের বেস্ট বোলিং করেছেন। এছাড়াও জসপ্রীত বুমরাহ এবং উনাদকট আছেন। আছেন স্পিনার চাহাল। আজকের ম্যাচেও পাল্লা ভারী ভারতের দিকেই। আশা করা যাচ্ছে আজই সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া।
Be the first to comment