বৃষ্টির মতো মর্টার শেল ও বোমা ফেলা হয়েছে সিরিয়ার পূর্বাঞ্চল ঘুটা এলাকায়। এতে দু’দিনে সেখানে কমপক্ষে ২৫০ মানুষ নিহত হয়েছেন। ২০০৩ সালে সিরিয়ায় রাসায়নিক হামলার পর দু’দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। সূত্রের খবরে বলা হয়, ঘুটা এলাকায় এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মৃতদেহ। সেখানে যারা উদ্ধার অভিযানে নেমেছেন তাদের এখন প্রথম লক্ষ্য হলো জীবিতদের উদ্ধার করা। মৃতদের বিষয় তাদের কাছে প্রাধান্য পাচ্ছে না। যুক্তরাজ্য ভিত্তিক একটি যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষক সংস্থা বলেছে, শুধু মঙ্গলবারের বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১০৬ জন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬টি হাসপাতাল। এতে তিনটিতে সার্ভিস দেওয়া বন্ধ হয়ে গেছে। সেখানে বেশ কিছু মানুষ মারা গেছেন।
Be the first to comment