সেঞ্চুরিয়নে আজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার। নির্ধারিত ২০ ওভারে ভারত ৪ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করেছে। আজ ভারত ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই রোহিত শর্মাকে আউট করেন ডালা। ভারতের স্কোর ১ উইকেটে ০। প্রথম ৮ ওভারে ভারত ৫৮ রান করেছে ৩ উইকেটের বিনিময়ে। অধিনায়ক কোহলি আজ ১ রান করে আউট হয়েছেন। এরপর আউট হন শিখর ধাওয়ান। ১৪ বলে ২টি ছক্কা এবং ৩ টি চারের সাহায্যে ২৪ রান করেন তিনি। সুরেশ রায়নাও আজ ভালো ব্যাট করছিলেন, ২৪ বলে ৩০ রান করেছেন। মনীশ পান্ডের সাথে মূল্যবান ৪৫ রান পার্টনারশিপ দেন তিনি। এরপর ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। মনীশের সাথে জুটি বাঁধেন। দুজনে মিলে ৯৮ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে ১৮৮ রানে পৌঁছে দেন। মনীশ পান্ডে ৪৮ বলে ৩টি ছক্কা এবং ৬টি চার এর সাহায্যে ৭৯ রান করেন এবং ধোনি মাত্র ২৮ বলে ৩টি ছক্কা এবং ৪টি চারের সাহায্যে ৫২ রান করেন। এদিন দক্ষিণ আফ্রিকা দলে কোনো পরিবর্তন হয়নি। তবে ভারতীয় দলে একটি পরিবর্তন হয়। বুমরাহ-এর জায়গায় দলে এসেছেন শার্দুল ঠাকুর।
Be the first to comment