আজকের দিন

Spread the love

পাহাড়ী সান্যাল

জন্মঃ ২২ ফেব্রুয়ারি ১৯০৬–১০ ফেব্রুয়ারি ১৯৭৪

তিনি একজন বাঙালি চলচ্চিত্র অভিনেতা যিনি ছবি বিশ্বাস এবং কমল মিত্রের ন্যায় সুখ্যাতি অর্জন করেছিলেন।

পাহাড়ী সান্যাল জন্মেছিলেন দার্জিলিং-এ। শৈশব ও যৌবনের প্রথম পর্ব লখনৌতে কাটান। দেড় বছর বয়সে মা মারা যায়। পিতা ছিলেন একজন সঙ্গীতজ্ঞ এবং সেনা বিভাগের হিসাব পরীক্ষক।

১৯৩৩ সনে তিনি কলকাতায় আসেন এবং নিউ থিয়েটার্সে অভিনেতা হিসেবে যোগ দেন। ছায়াছবিতে আত্মপ্রকাশ মীরাবাঈ চিত্রে। কলকাতা ও বোম্বাইর চিত্রপুরীতে বাংলা ও হিন্দি মিলিয়ে প্রায় দেড়শত ছায়াছবিতে অভিনয় করেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

===============================================================================================

হুমায়ুন কবির

জন্মঃ ২২ ফেব্রুয়ারি, ১৯০৬-১৮ আগস্ট, ১৯৬৯
তিনি একজন ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক । তাঁর জন্ম অবিভক্ত বাংলার ফরিদপুরের, বর্তমান বাংলাদেশের, কোমরপুর গ্রামে। তিনি দুই দফায় ভারতের শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রথম দফায় জওহরলাল নেহেরুর মন্ত্রীসভায় এবং এর পরবর্তীকালে আরেকবার। এছাড়া তিনি বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্বপ্নসাধ, সাথী, নদী ও নারী, ইমানুয়েল কান্ট, শরৎ সাহিত্যের মূলতত্ত্ব, বাংলার কাব্য, মার্ক্সবাদ,
মীর্জা আবু তালিব খান ইত্যাদি তাঁর সৃষ্টি।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

===============================================================================================

সুরাজ বরজাতিয়া

জন্মঃ ২২ ফেব্রুয়ারী ১৯৬৪
তিনি একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, ও চিত্রনাট্যকার। তিনি বর্তমানে রাজশ্রী প্রোডাকশনপর চেয়ারম্যান।

ম্যায়নে পিয়ার কিয়া, হাম আপকে হ্যায় কন, হাম সাথ সাথ হ্যায়, বিবাহ, প্রেম রতন ধ্যায় পায়ো ইত্যাদি ছবি পরিচালনা করেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*