এবার পরীক্ষায় বসলেই ফেরৎ দেওয়া হবে পরীক্ষার্থীদের ফি। হ্যাঁ, এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। প্রসঙ্গত, পরীক্ষার ফি ফিরিয়ে দেওয়া নিয়ে ভারতীয় রেলওয়ের এমন পদক্ষেপের পিছনে পীযূষ গোয়েল জানিয়েছেন, পরীক্ষার আয়োজন করতে রেলের বহু টাকা খরচ হয়। কিন্তু অনেক সময় দেখা যায় পরীক্ষার ফি কম হওয়ায় বহু লোক আবেদন করলেও পরীক্ষায় তার অর্ধেকও উপস্থিত হন না। ফলে পরীক্ষার আয়োজনে আবেদনকারীর সংখ্যা অনুযায়ী প্রশ্নপত্র, উত্তরপত্র, অ্যাডমিট কার্ড ছাপানোর অনেক টাকা বাজে খরচ হয়।
মূলত, পরীক্ষার্থীদের এই প্রবণতা বন্ধ করতেই চলতি বছরেই রেলে আবেদনের ফি আগে থেকে বাড়ানো হয়েছে। রেলে যেকোনও শূন্যপদে আবেদনের জন্য এসটি, এসসি ও ওবিসি প্রার্থীদের জন্য ২৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সাধারণ প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা। এদিকে রেলমন্ত্রী জানিয়েছেন, নির্ধারিত পরীক্ষার দিন হাজির হলেই ফি ফেরৎ পেয়ে যাবেন আবেদনকারীরা। এসটি, এসসি ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে পুরো ফর্ম ফিলাপের খরচই ফিরিয়ে দেওয়া হবে। সাধারণ প্রার্থীদের ৪০০ টাকা করে ফেরত দেবে ভারতীয় রেল কর্তৃপক্ষ।
Be the first to comment