ভারতীয় হলেই যে ভারতীয় সঙ্গীত শিখতে হবে তার কোনো মানে নেই। পাশ্চাত্য গান বাজনায় ডিগ্রী নিতে পারলে কেরিয়ার হিসাবে তা খুবই উত্তেজনাময় পারিশ্রমিকও বেশ ভাল। একটা রেকর্ডিং সেশনে বাজাতে পারলেই পাঁচ থেকে পনেরো হাজার ফিজ। অর্কেস্ট্রা ও ব্যান্ড করতে পারলে এখন প্রচুর কাজের সুযোগ। বিদেশে যাবার অজস্র সুযোগ। তুমি একদিন এ আর রহমানের মতো সঙ্গীত পরিচালক হয়ে কোটি টাকা রোজগার করতে পারো।
কলকাতায় ক্যালকাটা স্কুল অবমিউজিকের মতো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে তোমাকে এক থেকে আটটি গ্রেড পাস করতে হয়। পরীক্ষা নেয় ব্রিটেনের Associated Board of the Royal School of Music ও লন্ডনের Trinity College. প্রতি দুমাস অন্তর পরীক্ষা। আটটি গ্রেডে পরীক্ষা দিলে ডিপ্লোমা পাবে। এরপর ডিগ্রী তারপর পিএইচডি পর্যন্ত করা যায়। বেহালা গিটার পিয়ানো প্রভৃতিতে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ আছে। পাশ্চাত্য সঙ্গীত শিক্ষকের বিশ্বজুড়ে চাহিদা।
যোগাযোগঃ Calcutta School of Music (CSM)
সৌজন্যেঃ ডঃ পার্থ চট্টোপাধ্যায়
Be the first to comment