আজ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানা মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠানেই বক্তব্য শেষ হতে না হতেই মুখ্যমন্ত্রীর সিকিউরিটি কে ছাপিয়ে একেবারে মঞ্চে উঠে যান এক মহিলা। দুই বোনের এক বোন আমেনা খাতুন। যিনি ব্যারিকেট পেরোতেই পুলিশ আটকে দেয়। তবে রাবেয়াকে আটকানো যায়নি সে উঠে পড়ে একদম মঞ্চে। এই ঘটনা নিয়ে রীতিমতো ক্ষদ্ধ মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ থেকেই ঘটনার পর বলেন নিরপত্তা গলদ আছে, এটা দেখতে হবে। পুরো বিষয়ে নিরপত্তা নিয়ে যে যথেষ্ট ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তা নিয়ে কোনো সন্দেহ নেই এদিকে এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ নবান্নও।
মুখ্যমন্ত্রী বলেন মহিলাকে আমি চিনি, এরা নবান্নে আসে আমার বাড়ির পুজোতেও যায়। এদের বাবা ২০১৫ সালে খুন হয়েছিল। রাবেয়াকে চাকরী দেয় রাজ্যসরকার, এদের গীতাঞ্জলী প্রকল্পের বাড়িও দেওয়া হয়, বিয়ে দায়িত্বও নেওয়া হয়। কিন্তু তারপরও এরকম ঘটনা কেন ঘটাতে গেল রাবেয়া আমেনা? তা নিয়ে উঠছে প্রশ্ন।
Be the first to comment