নতুন ইতিহাস সৃষ্টি করলেন অবনী চতুর্বেদী। প্রথম ভারতীয় মহিলা হিসেবে একা একটি ফাইটার জেট চালানোর নজির গড়লেন ২৪ বছর বয়সী এই কন্যা। বৃহস্পতিবার গুজরাটের জামনগর এয়ারবেস থেকে মিগ-২১ ওড়ালেন অবনী। প্রথম মহিলা পাইলট হিসেবে একা যুদ্ধবিমান চালানোর নজির গড়লেন মধ্যপ্রদেশের এই কন্যা৷
উল্লেখ্য, ২৪ বছরের অবনী চতুর্বেদী মধ্যপ্রদেশের রেওয়া জেলার বাসিন্দা। দাদাকে দেখে অনেক ছোট থেকেই এয়ারফোর্সে যোগ দেওয়ার স্বপ্ন দেখত ছোট্ট মেয়েটি। রাজস্থানের বনস্থলী বিশ্ববিদ্যালয় থেকে বি.টেক সম্পূর্ণ করার পর ফ্লাইং ক্লাবে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন অবনী। এর পরের লক্ষ্যই ছিল বায়ুসেনাতে যোগদান করা।
হায়দ্রাবাদের এয়ার ফোর্স একাডেমির প্রশিক্ষণের পর পাইলট হিসেবে বহুবার বিমান চালিয়েছেন অবনী, কিন্তু প্রথম ভারতীয় মহিলা হিসেবে একা যুদ্ধবিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল একদম আলাদা।
Be the first to comment