ভারতের সিনিয়র ক্রিকেট তারকাদের শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ সিরিজে নাও দেখা যেতে পারে। দীর্ঘ দক্ষিণ আফ্রিকা সফরের পর বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলিদের। এমনটাই ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের নির্বাচকরা। আগামী বছর ইংল্যাল্ডের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের চোট আঘাত থেকে মুক্ত রাখতে পর্যাপ্ত বিশ্রাম দিতে চান নির্বাচকরা। তাছাড়া টানা ক্রিকেট খেলার ধকলের বিষয়টাও মাথায় থাকছে তাঁদের। কিছুদিন পরেই ভারতীয় দলের সব সদস্যরাই নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে ব্যস্ত হয়ে পড়বেন, তাই দক্ষিণ আফ্রিকা সফরের পর মাঝের সময়টায় বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দেওয়া হতে পারে।
ত্রিদেশীয় এই সিরিজে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে অংশ নেবে ভারত। এই টুর্নামেন্টকে তেমন একটা গুরুত্বপূর্ণ মনে না করে ভারতীয় ক্রিকেট বোর্ড রিজার্ভ বেঞ্চ যাচাই করার জন্য বিবেচনা করছে। সেক্ষেত্রে , ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানা গেছে। পেস আক্রমণ বিভাগে জয়দেব উনাদকাট ও শার্দুল ঠাকুরের সঙ্গে মোহম্মদ সিরাজ ও বাসিল থাম্পিকে জুড়ে দেওয়া হতে পারে। ব্যাটিং অর্ডারে নতুন সংযোজন হতে পারে মায়াঙ্ক আগরওয়ালের মত নতুনরা। বিরাট কোহলি চাইলে তাকেও সরিয়ে রাখা হতে পারে সিরিজ থেকে। পরিবর্তে রোহিত শর্মাকে অধিনায়ক করা হতে পারে। স্পিনিং বিভাগে অক্ষর প্যাটেল প্রধান স্পিনারের ভূমিকা নিতে পারেন। দলে থাকতে পারেন ওয়াশিংটন সুন্দর।
ফাইল ছবি
Be the first to comment