শনিবার শেষ হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। ২৪ তারিখ ভারত টি-২০ সিরিজের শেষ ম্যাচটি খেলে তারপর দেশে ফিরবেন ক্রিকেটাররা। ফিরে এসেই বিশ্রামের সুযোগ কম। উড়ে যেতে হবে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যেখানে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ খেলবে। ৬ মার্চ শুরু টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর রয়েছে আইপিএল। অবশ্য তার আগে ১৫ দিন বিশ্রাম পাবেন ভারতীয় ক্রিকেটাররা।
শ্রীলঙ্কায় আসন্ন ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলিকে। পুরোটাই নির্ভর করছে ভারত অধিনায়কের উপর। নির্বাচকরা জানিয়েছেন, চাইলে বিশ্রাম নিতেই পারেন বিরাট। কারণ বিয়ের পরপরই দক্ষিণ আফ্রিকা সফরে চলে এসেছেন বিরাট। তারপর থেকে টানা খেলে চলেছেন। প্রথমে তিন টেস্টের সিরিজ। তারপর ছয় ম্যাচের একদিনের সিরিজ। এখন চলছে টি-২০ সিরিজ।
আইপিএলের কথা মাথায় রেখে ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাকেও বিশ্রাম দেওয়া হতে পারে। দু’জনেই এই সিরিজে প্রচুর ওয়ার্কলোড নিয়েছেন। ভুবি, বুমরাকে শ্রীলঙ্কায় বিশ্রাম দেওয়া হলে নতুন বলে চ্যালেঞ্জ নিতে হবে জয়দেব ও শার্দুল ঠাকুরকে।
ফাইল ছবি
Be the first to comment