ট্রাভেল অ্যান্ড টুরিজ্যমে কেরিয়ার

Spread the love

সুন্দর চেহারা, আকর্ষণীয় ব্যক্তিত্ব আর কথাবার্তাও বলতে জানে। এমন ছেলেমেয়েই ট্যুরিস্ট কোম্পানির পক্ষে আদর্শ। যদি স্বভাব চরিত্রও চেহারার মতো মিষ্টি হয় আর বিনামূল্যে দুনিয়া ঘুরতে ইচ্ছা করে তবে স্বপ্নের চাকরি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। এটা একুশ শতকের ব্যবসা। এখানে ঢোকার প্রস্তুতি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পড়ে নেওয়া। এটি এখন বিভিন্ন কলেজে পড়ানো হচ্ছে। সাবজেক্ট হিসাবে বিএতে এটা নেওয়া যেতে পারে। ট্যুরিজম ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট থেকে ভিন্ন। হোটেল ম্যানেজমেন্ট শুধু হোটেল চালাবার জন্য। কিন্তু ট্রাভেল ট্যুরিজমের পরিসর আরও বিস্তৃত। আজকাল সব রাজ্যে সরকারের অধীনে Tourism Development হয়েছে। Tour Operate করার জন্য অসংখ্য প্রাইভেট কোম্পানী আছে। তবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বহু ট্যুর অপারেটর আনাড়ি ও বিশ্বাসযোগ্য নয়। ট্রাভেল এজেন্সি গুলি ট্যুর অপারেটরদের হয়ে কাজ করে। যেমন হোটেল বুকিং করে দেওয়া, কার্গো বুকিং, ট্যুর প্লানিং ইত্যাদি। সমস্ত ব্যবস্থা করে দেয় এই সমস্ত ট্রাভেল এজেন্সি গুলি, পাসপোর্ট করে দেওয়া, টিকিট বাড়িতে পৌঁছে দেওয়া, এয়ারপোর্ট থেকে শিক্ষিত গাইড দিয়ে হোটেল পর্যন্ত নিয়ে যাওয়া ,পাশাপাশি বিজনেস ট্যুরের ক্ষেত্রে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করে দেওয়া যে সমস্ত চিঠিপত্র টাইপ , বিজনেস কানেকশন ও দোভাষীর কাজ করে দেয়।

ট্যুরিজমের কোর্সগুলি যেসব প্রতিষ্ঠানে পড়ানো হয় তার তালিকা দিলাম-

সৌজন্যেঃ ড. পার্থ চট্টোপাধ্যায়

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*