রসগোল্লার মালিকানার লড়াইয়ে আবারও মাঠে নেমে পড়লো ওড়িশা। শুক্রবার রসগোল্লার জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন রেজিস্ট্রেশন পেতে ফের আবেদন করল তারা। প্রসঙ্গত, গতকাল চেন্নাইয়ে জিআই কর্তৃপক্ষের কাছে আবেদন জানান ওড়িশা স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড।
প্রসঙ্গত, ৩ মাস আগে ওড়িশাকে হারিয়ে জিআই রেজিস্ট্রেশন পেয়েছিল বাংলা। জিআই কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল, রসগোল্লা পশ্চিমবঙ্গের নিজস্ব। যদিও এর সম্পূর্ণ বিরোধিতা করে রসগোল্লা তাদেরই বলে দাবি করে ওড়িশা। দু’বছর আগে রসগোল্লার জিআই রেজিস্ট্রেশন পেতে উদ্যোগী হয়েছিল পশ্চিমবঙ্গ। কিন্তু, রাজ্যের সেই দাবির পথে বাধা হয়ে দাঁড়ায় ওড়িশা। রসগোল্লার পেটেন্ট দাবি করে তারাও। শুরু হয় টানাপোড়েন। উভয় রাজ্যই এনিয়ে নিজেদের যুক্তি পেশ করে। দু’পক্ষের যুক্তি খতিয়ে দেখে অবশেষে জিআই কর্তৃপক্ষ জানায়, রসগোল্লা বাংলার নিজস্ব। কিন্তু, জিআই-এর এই সিদ্ধান্তের বিরোধিতা করে ওড়িশা। তাই আবারও আবেদন করলো তারা।
Be the first to comment