বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে ফের বিতর্কের ঝড়। উত্তরপ্রদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক বিক্রম সাইনি বলেন, এই বিষয়ে যতদিন পর্যন্ত কোনও কঠোর আইন দেশে লাগু করা হচ্ছে, ততদিন পর্যন্ত হিন্দুরা আরও বেশি করে সন্তানের জন্ম দিক। আর তাঁর এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক।
প্রসঙ্গত, সাইনি উত্তরপ্রদেশের খাটাউলের বিধায়ক। শুক্রবার মজফ্ফরনগরের এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি আমার স্ত্রীকে বলেছি, যতদিন আইন না হয় ততদিন একের পর এক সন্তানের জন্ম দিতে হবে। যদিও আমার স্ত্রী দু’য়ের বেশি সন্তান চায় না। আমি চাই অন্তত ৪ থেকে ৫টি সন্তান হোক আমাদের।
প্রসঙ্গত, ২০১৩ সালের মুজফ্ফরনগর দাঙ্গায় নাম জড়ায় বিক্রম সাইনির।
Be the first to comment