বলিউড অভিনেত্রী শ্রীদেবীর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন মহলে। বাদ গেলো না রাজনৈতিক মহলও। এদিন বিশিষ্ট অভিনেত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন করলেন রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, কংগ্রেস সভাপতি সহ বিশিষ্ট নেতা-মন্ত্রীরা।
শ্রীদেবীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার টুইটারে রামনাথ কোবিন্দ লেখেন, অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর খবর শুনে শোকহাত। কয়েক লক্ষ ভক্তের হৃদয় ভেঙে গিয়েছে। মুন্দ্রম পিরাই, লমহে, ইংলিশ ভিংলিশ ছবিতে তাঁর অভিনয় অন্য অভিনেতা-অভিনেত্রীদের কাছে অনুপ্রেরণার। তাঁর পরিবার এবং নিকট আত্মীয়দের সমবেদনা জানান রাষ্ট্রপতি।
শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, বিশিষ্ট অভিনেত্রী শ্রীদেবীর অকাল প্রয়াণে শোকাহত। ফিল্ম ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেত্রী ছিলেন তিনি। তাঁর দীর্ঘ কেরিয়ারে রয়েছে বিভিন্ন ভূমিকা ও স্মরণীয় মুহূর্ত। আমি তাঁর পরিবার ও অনুগামীদের সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।
শ্রীদেবীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। এদিন রাহুল লেখেন, ভারতের একজন প্রিয় অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক ও অসময়ে মৃত্যুর খবর শুনে বিস্মিত। শ্রীদেবী অবিশ্বাস্যভাবে প্রতিভাবান এবং বহুমুখী অভিনেত্রী, যাঁর বিশাল কাজ শৃঙ্খলা ও বিভিন্ন ভাষার পরিসীমা ছাড়িয়েছে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাঁর আত্মার শান্তি কামনা করেন, রাহুল গান্ধী।
শোক প্রকাশ করেছেন, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। তিনি ট্যুইটারে লেখেন, শ্রীদেবী — অভিনয় জগতের কিংবদন্তী। বহু সাফল্যে ভরা দীর্ঘযাত্রা হঠাৎ থেমে গিয়েছে। অনুরাগী এবং কাছের মানুষদের সমবেদনা জানাই।
Be the first to comment